গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার (তারিখ) রাতে উপজেলার চাঁপড়ীগঞ্জ ও ফাঁসিতলা ১৮ মাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন তারা মিয়া (৩৮), যিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। তিনি উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে উপজেলার ফাঁসিতলা ১৮ মাইল এলাকায় একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক তারা মিয়া প্রাণ হারান।
অন্যদিকে, রাত ১০টার দিকে চাঁপড়ীগঞ্জ এলাকায় সবজিবাহী একটি পিকআপ উল্টে যায়। এ সময় পেছন থেকে একটি বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।