গৌরনদীতে প্রবীণদের মাঝে সহায়ক বিতরণ

গৌরনদীতে প্রবীণদের মাঝে সহায়ক বিতরণ

বরিশালের গৌরনদী উপজেলার শরিকলে প্রবীণদের মাঝে সহায়ক লাঠি বিতরণ করা হয়েছে। স্থানীয় পন্ডিত জৈনদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে শনিবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লাঠি বিতরণ করা হয়। 

শরিকল বন্দরে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় প্রবীণ ব্যক্তি আব্দুল মান্নান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান স ম জসিম উদ্দিন, সরিকল নিজাম উদ্দিন কলেজের প্রভাষক প্রকাশ চন্দ্র রায়, শিক্ষক মুস্তফা হাবীব, মাইনুদ্দিন সরদার, অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদ, কৃষ্ণ বন্ধু দাসসহ অন্যান্যরা। অনুষ্ঠানে শতাধিক প্রবীন ব্যক্তির মাঝে বিনামূল্যে সহায়ক লাঠি বিতরণ করা হয়।