চলে গেলেন অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলালের মা

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সুপ্রিমকোর্টের আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের মা মোসাম্মৎ রোকেয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) রাত ১০টা ৪০ মিনিটের সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বাধ্যর্কজনিতকারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে রোকেয়া বেগমের বয়স হয়েছিল ৮৭ বছর।
মরহুমা মোসাম্মৎ রোকেয়া বেগম সাবেক সংসদ সদস্য মরগুম অ্যাডভোকেট গোলাম আহাদ চৌধুরীর স্ত্রী। তাদের বড় ছেলে অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, মেজ ছেলে গোলাম মোঃ চৌধূরী আলাল এবং ছোট ছেলে গোলাম আহম্মেদ চৌধূরী হেলাল।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২টায় বগুড়া রোড চৈতন্য স্কুল মাঠে মরহুমার জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাফন সম্পন্ন হবে।