জামিনের কাগজ কারাগারে পৌঁছালেই মুক্ত রোজিনা

জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী কারাগার থেকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান।
রোববার (২৩ মে) তিনি এ তথ্য জানান।
তিনি জানান, সাংবাদিক রোজিনার জামিনের কাগজপত্র যখনই কারাগারে পৌঁছাবে নিয়ম অনুযায়ী কারাগার থেকে তাকে ছেড়ে দেওয়া হবে।
এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চ্যুয়াল আদালত পাসপোর্ট জমা দেওয়ার শর্তে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।