ঝিনাইদহে ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধনে চিকিৎসকরা

ঝিনাইদহে ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধনে চিকিৎসকরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ জেলায় কর্মরত চিকিৎসকরা অংশ নেয়।

এসময় সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা কুষ্টিয়ায় নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ভাস্কর্যের নিরাপত্তা দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।