টিকিট কেটে বিআরটিসি বাসে চড়লেন প্রতিমন্ত্রী

টিকিট কেটে বিআরটিসি বাসে চড়লেন প্রতিমন্ত্রী
সাধারণ যাত্রীর মতোই সংস্কৃতি প্রতিমন্ত্রী কাজী খালিদ বাবু এমপি টিকিট কেটে সঙ্গীদের নিয়ে বিআরটিসি বাসে চড়ে ময়মনসিংহ এসে আবার মুক্তাগাছায় ফিরে গেছেন। একজন প্রতিমন্ত্রীর বাসযাত্রার এমন দৃশ্য চমকে দিয়েছে উপস্থিত বাসযাত্রীসহ এলাকাবাসীকে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে মুক্তাগাছার ভাবকির মোড়ে মুক্তাগাছা-ময়মনসিংহ রুটে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে নিজ এলাকার সঙ্গীদের জন্য নিজেই বাসের টিকিট কেনেন তিনি। পরে বাসের দোতলায় গিয়ে সকলকে নিয়ে আসন গ্রহণ করেন। তিনটি বাস দিয়ে এ সার্ভিসের উদ্বোধন করা হলেও মূলত এ রুটে চলাচল করবে ১৬ টি বাস। মূলত এটিই হবে ময়মনসিংহ ও মুক্তাগাছাবাসীর জন্য একমাত্র গণপরিবহন। উপজেলার ভাবকির মোড় থেকে ময়মনসিংহ নগরীর টাউন হল, কাঁচারি, পাটগুদাম ব্রিজ মোড় বাসস্ট্যান্ড ও মাসকান্দা চারটি পয়েন্টে ঘুরে এ বাসসমূহ মুক্তাগাছায় ফিরবে। বাস সার্ভিসটি উদ্বোধন করতে গিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কাজী খালিদ বাবু বলেন, এই সার্ভিসটি টিকিয়ে রাখার দায়িত্ব সকলেরই। আমরা যেন এই বাসটির রক্ষণাবেক্ষণ করি। তিনি বলেন, নিজেকে ছাত্র, সরকারি দলের নেতা, চাকরিজীবী, যুবলীগ, ছাত্রলীগ পরিচয় দিয়ে ভাড়া অর্ধেক দিতে চাইবেন না। এ ধরনের অপকর্ম মেনে নেওয়া হবে না। আমরা চেষ্টা করব মুক্তাগাছা থেকে ঢাকায় একটি এসি বাস চালু করার জন্য। কার ব্যবসা হবে, কার ব্যবসা হবে না, এটি দেখলে হবে না। আমাদের দেখতে হবে জনগণের স্বস্তি কিসে আসে, কিসে মানুষ শান্তি পায়।’ প্রতিমন্ত্রী বলেন, ২০১৬ সালের ২২ ডিসেম্বর একটি জনসভায় প্রধানমন্ত্রী এসেছিলেন মুক্তাগাছায়। সেসময় তিনি বলেছিলেন আমি খালিদ বাবুকে দিয়ে গেলাম তাকে নির্বাচিত করবেন এবং মুক্তাগাছার উন্নয়নের দায়িত্ব আমি নিয়ে গেলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার কথা রেখে মুক্তাগাছার গণমানুষের চলাচলের জন্য, দুঃখ-দুর্দশা লাঘবের জন্য আমাদের যেসব বাস উপহার দিয়েছেন সেসব বাস রক্ষণাবেক্ষণের মাধ্যমে মুক্তাগাছাবাসীর লালিত স্বপ্নকে বাস্তবায়ন করব। সাধারণ যাত্রীরা বলছেন, ময়মনসিংহ টু মুক্তাগাছায় যাতায়াতের একমাত্র বাহন হয়ে দাঁড়িয়েছে সিএনজি চালিত অটো রিকশা। কিন্তু সরু এ মহাসড়কে এটি অনেক ঝুঁকিপূর্ণ। তাই মাত্র ২০ টাকায় এ গণপরিবহন স্বল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠবে। এতে খুশি চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরাও।