টিসিবির কার্ড চালুর দাবি : মান্না

টিসিবির কার্ড চালুর দাবি : মান্না

টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) বন্ধ হওয়া কার্ডগুলো অবিলম্বে চালুর দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমালোচনা করে মান্না বলেন, “আপনি টিসিবির ট্রাকের পণ্য বন্ধ করে দিয়েছেন। ৪৪ লাখ কার্ড কোন যুক্তিতে বন্ধ করেছেন? দরিদ্র মানুষের জন্য এই কার্ডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বন্ধ করার কোনো প্রয়োজন ছিল না। অবিলম্বে এসব কার্ড চালু করতে হবে।”

জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা করে মান্না বলেন, “এই সরকারের কোনো সাফল্য আমরা দেখিনি। পাঁচ মাসে কোনো পরিবর্তন হয়নি। যারা অর্থনীতিতে নোবেল পেয়েছেন, তারাও অর্থনীতিতে কোনো গতি আনতে পারেননি। ড. ইউনূসকে সম্মান করি, কিন্তু বাস্তবতার কথা বলতেই হবে।”

সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, “নির্বাচনের জন্য মানুষ রক্ত দিয়েছে। আমাদের একটি নির্বাচিত সরকার দরকার। অনির্বাচিত সরকার বেশি দিন থাকতে পারে না। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছি।”

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও রাজু আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সমাবেশে বক্তারা দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভ্যাট আরোপের সমালোচনা করেন এবং জনগণের জন্য সহজলভ্য খাদ্য ও সেবার নিশ্চয়তা নিশ্চিত করার আহ্বান জানান।