তজুমদ্দিন ও লালমোহনের নদী ভাঙন রোধে নতুন প্রকল্প

তজুমদ্দিন ও লালমোহনের নদী ভাঙন রোধে নতুন প্রকল্প
ভোলা-৩ তজুমদ্দিন-লালমোহনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, তজুমদ্দিন ও লালমোহনের নদী ভাঙ্গন রোধে ইতিমধ্যে আরো ১ হাজার ৯৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। নদীর তীরে এক টুকরো জায়গাও অরক্ষিত থাকবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বারবার দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেকে বিশ্ব আজ উন্নয়নের মডেল হিসেবে দেখছে। গত শুক্রবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ শাওন এসব কথা বলেন। সাংসদ নুরুন্নবী চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকায় সমর্থন দিলে কেউ ঠকে না। আওয়ামী লীগে ভালো থাকতে হলে গোটা পরিবার মিলেমিশে থাকতে হবে। তাই দলের মধ্যে কোন রকম বিবেদ সৃষ্টি করা যাবে না। অপরাধ করে দলের দোহাই দিলে পাড় পাওয়ার সুযোগ নেই। তজুমদ্দিন উপজেলা চত্ত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশরফ হোসেন দুলাল, আওয়ামী লীগ সভাপতি ফখরুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ কাশেম, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ফাতেমা বেগম, যুবলীগ সভাপতি শহিদুল্যাহ কিরণ প্রমূখ।