নিবন্ধন পেলো নাজমুল হুদার তৃণমূল বিএনপি

বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে বর্তমান নির্বাচন কমিশন। দলটির প্রতীক হচ্ছে সোনালি আঁশ। নিবন্ধন নম্বর-৪৫।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ বৃহস্পতিবার বিকালে জারি করা হয়েছে।
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে তিনটি দল গড়েছিলেন নাজমুল হুদা। এই হিসাবে তৃণমূল বিএনপি তার চতুর্থ দল।
তৃণমূল বিএনপির নিবন্ধনের আবেদন প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশন ২০১৮ সালে একটি চিঠি দেয়। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের আবেদন না করা, সরকার নির্ধারিত ফির চালান জমা না দেওয়া ও নিবন্ধন দেওয়ার মতো তথ্য না থাকার কারণ দেখানো হয় সেখানে।
একাদশ সংসদ নির্বাচনের আগে কে এম নূরুল হুদা কমিশনের সময় আবেদন করেছিল দলটি। তখন নিবন্ধন মেলেনি। তবে আদালতের দ্বারস্থ হন নাজমুল হুদা। এবারে আদালতের আদেশে নিবন্ধন পেল দলটি।