তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও বাস্তবায়নের লক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টিআইবির উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি ওই অরিয়েণ্টেশনের আয়োজন করে।
গতকাল মঙ্গলবার নগরের প্যারারা রোডে সচেতন নাগরিক কমিটি কার্যালয়ে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিয়ে আনার জন্য তথ্য অধিকার আইন একটি বড় হাতিয়ার। এ আইন ২০০৯ সালে পাস হলেও এর পুরোপুরি বাস্তায়ন এখনও সম্ভব হয়নি। আইনটি কার্যকর করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। সেবাগ্রহীতা হিসেব সাধারণ জনগণকে এ আইন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।
ওরিয়েন্টেশনে তরুণ সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীসহ মোট ৩৬জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশনের সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেন টিআইবির এরিয়া ম্যানেজার-সিই মো. মনিরুল ইসলাম এবং অ্যাসিন্টান্ট ম্যানেজার এফএন্ডএ জুয়েল রানা।
কর্মশালার শুরুতে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বিষয়ক একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করা হয়। এরপর তথ্য পাওয়া, তথ্য প্রাপ্তির কৌশল, তথ্য অধিকার আইনে আবেদন করার কৌশল ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য পাওয়ার জন্য হাতে-কলমে বুঝে নেন।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ টুডে এর বরিশাল প্রতিনিধি মো. জিহাদ রানা, দৈনিক শাহনামার প্রতিনিধি মো. শাহাজাদা হিরা, বিডি ক্লিন সদস্য ইব্রাহিম মাসুম, বেলা প্রতিনিধি রেজাউল ইসলাম খোকন প্রমূখ।
What's Your Reaction?






