দাবানল থেকে বাঁচতে পালাচ্ছে বাসিন্দারা

দাবানল থেকে বাঁচতে পালাচ্ছে বাসিন্দারা

গ্রিসে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। ইতিমধ্যে দেশটির দ্বীপ এভিয়ার অনেক বাসিন্দা বাধ্য হয়েছে নৌকায় করে পালিয়ে যেতে।

বাড়তে থাকা দাবানালের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি। এথেন্সের উত্তর দ্বীপে আগুন লাগার ফলে অনেক গ্রামবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে।
গ্রিসের রাজধানী শহরের উপকণ্ঠেও আগুন লাগার শঙ্কা রয়েছে।

কয়েকদিন আগে চরম মাত্রার তাপদহ হয় গ্রিসে। তাপমাত্রা পৌঁছে ৪৭.১ ডিগ্রি সেলসিয়াসে (১১৭ ডিগ্রি ফারেনহাইট)। যা ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের চেয়ে সামান্য কম। 

এর একদিন পর বুধবার দক্ষিণ ইউরোপের অন্যান্য দেশেও তাপদহ ও দাবানল সৃষ্টি হয়। আর গত এক দশকের মধ্যে এই প্রথমবার সর্বোচ্চ তাপদহের মুখোমুখি হলো গ্রিস।

দাবানলে সারা দেশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতা জারি হয়েছে দেশটিতে। বায়ু দূষিত হয়ে পড়ায় গ্রিসের রাজধানী এথেন্সের বাসিন্দাদের ঘরের দরজা-জানলা বন্ধ করে ভেতরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রিসের পাশাপাশি বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, বুলগেরিয়া, ইতালি, রোমানিয়া, সার্বিয়া ও তুরস্কেও তাপদহের কারণে সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি কয়েকদিনে তুরস্কের কিছু অংশে মারাত্মক দাবানল ছড়িয়ে পড়ে এবং এর ফলে টুরিস্ট রিসোর্ট সরিয়ে নেওয়া হয়।