দুমকিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এর সহযোগিতায় কম্বল বিতরণ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দুমকি উপজেলার অসহায়- দুঃস্থ শীতার্ত জনগণের মধ্যে 'কম্বল বিতরণ কর্মসূচি ' দুমকি থানা ব্রীজের পূর্ব পাড়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সোমবার বিকালে দুমকি উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৯ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মো. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম,আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার সহ দুমকি উপজেলা আওয়ামী লীগ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী ।
প্রধান অতিথি বলেছেন, ‘দীর্ঘ সংগ্রাম,ত্যাগ-তিতিক্ষা,আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বিধ্বস্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রশ্নে বাঙালি জাতি যখন কঠিন এক বাস্তবতার মুখোমুখি তখন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।'