বরিশালের বাবুগঞ্জের তালতলা বাজার এলাকায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে শ্বাসরোধ করে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই। মঙ্গলবার দুপুর ১টার দিকে বরিশাল-লাকুটিয়া-বাবুগঞ্জ সড়কের পাশে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে মেট্রোপলিটনের বিমান বন্দর থানা পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা জুতা, একটি শার্ট এবং ২টি ওড়না উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশটি শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের নাম রিয়াজুল হক সরদার (৩৬)। সে বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডের বাঘিয়া পুরানপাড়া এলাকার শামসুল হক সরদারের ছেলে। সে বরিশাল-লাকুটিয়া রুটের ভাড়ায় মোটর সাইকেল চালক এবং নগরীর নতুন বাজার মরকখোলা এলাকায় তার জ্বালানি তেলের দোকান রয়েছে।
বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানার ওসি মাহবুব-উল আলম জানান, রিয়াজুল হক রাতে ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতো। গত সোমবার রাতে সে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর আর বাসায় ফেরেননি।
মঙ্গলবার দুপুরে বরিশাল-লাকুটিয়া সড়কের তালতলী এলাকায় ডোবায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তবে তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
লাশের ডান হাতের অনামিকা আঙ্গুলে ক্ষতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে রিয়াজের রক্তমাখা জুতা, জামা এবং ২টি ওড়না উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেল ছিনতাই হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি।
এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ওসি মাহবুব-উল আলম।