দৌলতখানে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

একদিকে করোনা মহামারীতে আতংকিত দেশবাসী অন্যদিকে ভোলার দৌলতখানে গত কয়েক দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।মঙ্গলবার সকালে দৌলতখান হাসপাতালে গিয়ে দেখা যায় ডায়রিয়া রোগীর ভিড় লেগে আছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন গড়ে এখানে ৩০ থেকে ৪০ জন করে রোগী ভর্তি হচ্ছেন। রোগীদের মধ্যে নারী-শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। ৫০ শয্যাবিশিষ্ট দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীদের জন্য রয়েছে ১১ শয্যা। হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় তা এখন ২০ শয্যা করা হয়েছে।
হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন সুমির মা "ভোরের আলো"কে জানান, গতকাল থেকে বাচ্চার ডায়রিয়া ও বমি দেখা দেয়। সকালে দ্রুত হাসপাতালে নিয়ে এসেছি।
দেড় বছরের শিশু আবিরের মা বলেন, হঠাৎ করেই বাচ্চার পাতলা পায়খানা ও প্রচন্ড বমি দেখা দেওয়ায় সাথে সাথে হাসপাতালে নিয়ে এসেছি।
এসময় কর্তব্যরত নার্সরা জানান,রোগীদের চাপ বেড়ে গেলেও তাদের ঠিকমত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার পিয়াস কান্তি সাহা ভোরের আলো কে জানান, গত মাস থেকে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই গড়ে ৩০ থেকে ৪০ জন করে রোগী ভর্তি হচ্ছেন।ডায়রিয়া ওয়ার্ডে আকস্মিকভাবে রোগীর চাপ বেড়ে গেলেও তাদের চিকিৎসা সেবায় কোন ঘাটতি হবেনা বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনিসুর রহমান। তিনি জানান, ডায়রিয়া রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধ-স্যালাইন সরবরাহ রয়েছে।