নগরের রাস্তা বাচাঁতে মরিয়া মেয়র সাদিক

নগরের রাস্তা বাচাঁতে মরিয়া মেয়র সাদিক
রাস্তা তৈরি করে বাজিমাত করে থেমে থাকছে না মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। রাস্তা সংস্কারের সময় সঙ্গে থেকে সঠিকভাবে কাজ হচ্ছে কি না তা তদারকি করছেন। রাস্তা সংস্কারে পিচ ও পাথর যাচাই করে দেখছেন। একই সঙ্গে তিনি রাস্তা সংরক্ষণেও রাস্তায় থেকে পাহাড়া দিচ্ছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের নতুন বাজার এলাকায় রাস্তার কাজ পরিদর্শন এবং রাস্তা নষ্টকারী মটরসাইকেল নিয়ন্ত্রণে কাজ করেছেন। সরেজমিনে দেখা গেছে, দুপুরে রোদে মেয়র সাদিক আবদুল্লাহ নতুন সংস্কার করা রাস্তা সঠিক মানের হয়েছে কি না তা দেখছেন। বৃষ্টিতে ঢালাই দিচ্ছে না কি মেয়র পরখ করে দেখে মন্তব্য করছেন। একই সঙ্গ তিনি রাস্তা সংরক্ষণে এলাকার ওয়ার্ড কাউন্সিলরসহ সকলকে অনুরোধ জানাচ্ছেন। গতকাল কাট ফাটা রোদে বেড়িয়েছে নগর দর্শনে বাস ভবন থেকে হাসপাতাল রোড (অমৃত লালদে সড়ক) হয়ে নতুন বাজার পুলিশ ফাঁড়ি সমুখে দাঁড়ায় তার গাড়ি। গাড়ি থেকে নেমেই রাস্তার খোঁজ খবর নিতে এই যাত্রা বিরতি নিলেন তিনি। হটাৎ ক্ষোভ প্রকাশ করেন মেয়র সাদিক। বলেন, অনুরোধ করা হয়েছিল মাত্র সাত দিন রাস্তায় মটরসাইকেল না রাখার। কারণ ওইভাবে নতুন রাস্তায় বাইক রাখলে রাস্তার ব্যাপক ক্ষতি হয়। তারপরও নাগরিকদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এক মুহূর্তে মেয়র সাদিক পুলিশ ফাঁড়ি থেকে নতুন বাজার পর্যন্ত নিরব পর্যবেক্ষণে হেঁটে চলেন। এরপর তিনি রাস্তায় রাখা মটরসাইকেলগুলো পুলিশকে আটক করার নির্দেশ দিলেন। এরপর নতুন বাজারসহ হাসপাতাল রোড এলাকার ব্যবসায়িদের রাস্তা সংরক্ষণে অনুরোধ জানান। ব্যবাসয়ীদের তিনি জবাবদিহির জায়গায় নিয়ে গেছেন। এসময় মেয়র বলেন, রাস্তা আপনার, রাস্তা নষ্ট হচ্ছে, খেয়াল রাখেন না কেন? রাস্তাা আপনাদের ট্যাক্সের টাকায় তৈরি হচ্ছে। মেয়র রসিকতা করে বলেন, এটা আপনার রাস্তা, (আপনাগো টাহা দিয়া) এই রাস্তা। এমনভাবে মেয়র সবার সঙ্গে কথা বলেছেন, দেখে মনে হয়েছে তিনি পথসভা করছেন। জনগণ তার নগর পিতাকে ঘিরে আছেন আর নগর পিতা। সবাইকে রাস্তা সংরক্ষণে বারবার অনুরোধ করেই যাচ্ছেন মেয়র সাদিক আবদুল্লাহ। পরে মেয়র সাদিক আবদুলালাহ নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মাাধিন আধুনিক মানের পরিবেশ বান্ধব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট পরিদর্শনে যান। সদর উপজেলা চরবাড়ীয়া এলাকায় আট (০৮) একর জমির উপর এই প্লান্টটি করার উদ্যোগ নিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নগরী থেকে সকল ময়লা পরিস্কার করে সেগুলোকে প্লান্টের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে আধুনিক মেশিন দ্বারা রিসাইকেল করে সেই ময়লা থেকে সার, বিদ্যুৎ ও তৈল উৎপাদন করা হবে। খুব শীঘ্রই এই প্লান্টের কাজ শুরু হবে বলে নিশ্চিত করেছেন মেয়র।