নাবিলের সেঞ্চুরিতে বাংলাদেশ

নাবিলের সেঞ্চুরিতে বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ। প্রান্তিক নওরোজ নাবিলের অপরাজিত ১২৭ রানে যুবারা ৪ উইকেট হারিয়ে তোলে ২৯৭ রান। জবাবে খেলতে নেমে ১৪৩ রানে থেমে যায় নেপালের ইনিংস। আর তাতে ১৫৪ রানের দারুণ জয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে রাকিবুল-সাকিবরা।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করেছে বাংলাদেশ। যদিও শুরুটা ভালো ছিল না। ৩৩ বলে ১৭ রান করে ফেরেন ওপেনার মাহফিজুল ইসলাম। তখন দলীয় স্কোর ছিল ৩৯। সঙ্গীকে হারিয়ে আরেক ওপেনার ইফতেখার হাসানও ইনিংস লম্বা করতে পারেননি। তিনি ৪৫ বলে ২১ রান করে আউট হয়েছেন। এরপর ৪১ বলে ২২ রানে আউট হন আইচ মোল্লাও।

তখন নাবিল নতুন নামা ফাহিমকে সঙ্গে নিয়ে ১৭৯ রানের জুটিতে দলকে সামাল দিয়েছেন। ফাহিম রিটায়ার্ডহাট হয়ে ফিরলে জুটি ভাঙে তাদের। ৫৪ বলে ৫৮ রানে ফেরেন এই উইকেটকিপার ব্যাটার। ততক্ষণে অবশ্য সেঞ্চুরির কাছাকাছি চলে যান নাবিল। দৃষ্টিনন্দন চারের মারে ৯৮ বলে দেখা পান শতকের। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ১২৭ রানে, খেলেছেন ১১২টি বল। ১১টি চার ছাড়াও একটি ছয়ের সাহায্যে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি।

নেপালের হয়ে একটি করে উইকেট নেন গুলশান ঝা, তিলক ভান্ডারি ও মোহাম্মদ আদিল আলম।

২৯৮ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খেই হারায় নেপাল। যুবাদের বোলিংয়ের সামনে ৪২.৩ ওভারে অলআউট হয় ১৪৩ রানেই। ৮১ রানে ছয় উইকেট হারানোর পর বিবেক যাদব ও গুলশান ঝায়ের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তারা। কিন্তু ২৬ রানে বিবেক আউট হলে মাত্র ২ রানে শেষ চার উইকেট হারায় নেপাল। গুলশান ঝা সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন।

বাংলাদেশের হয়ে সাকিব, রাকিবুল, মেহরাব, আরিফুল ও নাঈমুর দুটি করে উইকেট নিয়েছেন।