না ফেরার দেশে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্যারি জার্মান

না ফেরার দেশে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্যারি জার্মান

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্যারি জার্মান। অ্যাডিলেডে দীর্ঘ রোগভোগের পর শুক্রবার ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক করেন ১৯৫৯ সালে। অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করেছেন একটি ম্যাচেই। ইংল্যান্ডে ১৯৬৮ সালে অ্যাশেজে অজিদের দায়িত্ব ভার কাঁধে নেন। নিয়মিত অধিনায়ক বিল লরি ইনজুরিতে থাকাতেই এই সুযোগ মেলে।

অবশ্য উইকেটকিপার হিসেবে অস্ট্রেলিয়ায় অধিনায়কত্ব করার নজির খুব বেশি নেই। ৫জনই এমন দৃষ্টান্ত রাখতে পেরেছেন। ব্যারি জার্মান ছাড়া বাকিরা হলেন- জ্যাক ব্ল্যাকহাম, বিলি মারডক, অ্যাডাম গিলক্রিস্ট ও টিম পেইন।    

খেলা ছেড়ে দেওয়ার পর আইসিসির ম্যাচ রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন জার্মান। ১৯৯৫ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ২৫টি টেস্ট ও ২৮ ওয়ানডেতে রেফারিং করেছেন। অস্ট্রেলিয়ার ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পেয়েছেন অর্ডার অব অস্ট্রেলিয়া খেতাব।


 ভোরের আলো/ভিঅ/১৯/২০২০