উজিরপুর পৌরসভা নির্বাচনে আ.লীগের মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন বিজয়ী

উজিরপুর পৌরসভা নির্বাচনে আ.লীগের মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন বিজয়ী

   

বরিশালের উজিরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী বিজয়ী হয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

গিয়াস উদ্দিন বেপারী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭০৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শহিদুল ইসলাম খান পেয়েছেন ৮৩৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কাজী মো. শহিদুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭৭ ভোট।

রিটার্নিং অফিসার মো. নুরুল আলম বলেন, উজিরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৪১টি কক্ষে (বুথ) ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় ভোটার সংখ্যা ১১ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৯৮৮ জন এবং নারী ভোটার ৫ হাজার ৯৩৭ জন। ভোট দিয়েছেন ৭হাজার ২১৭ জন। বাতিল হয়েছে ১৭ ভোট।