নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে ভোটাধিকার রক্ষা করতে হবে

নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে ভোটাধিকার রক্ষা করতে হবে

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘আজিজ কমিশনের’ মতো হবেন না। অনুগ্রহ করে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে। ঢাকা সিটি নির্বাচনে ওয়ার্কার্স পার্টি তথা ১৪ দল সমর্থিত নৌকা প্রার্থীদের পক্ষে প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ প্রার্থীরাই এই নির্বাচনে বিজয়ী হবে। তবে প্রচারণায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ভোটের বাক্সে তার প্রতিফলন দেখতে চাই।

 মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ খান মেনন। 

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে সমাবেশে মেনন বলেন, মানুষ ভোটের দিক থেকে যেন মুখ ফিরিয়ে না নেয় সেই ব্যবস্থা করতে হবে আমাদের। ঢাকা সিটি নির্বাচনে তাপস এবং আতিকসহ যারা নির্বাচন করছেন তারা কেবল বিজয়ী হবেন না, তারা ভোটের ক্ষেত্রে মানুষকে নতুন পথ দেখাবেনঅ যাতে মানুষের মনে ভোটের আস্থা আবার ফিরে আসে। আবার আমরা ভোটের উৎসব করবো। বিজয় উৎসব করবো। 

মেনন আরও বলেন,আসন্ন বোরো মৌসুমে কৃষক যদি তাদের ধানের ন্যায্য দাম না পায়, ফসলের দাম না পায়, সবজির দাম না পায় তাহলে কৃষকরা ধর্মঘট করবে।

সমাবেশের প্রধান বক্তা দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেন, দেশে দুর্নীতি ও লুটপাটের কারণে একটি শ্রেণির মানুষ অতি ধনীতে পরিণত হচ্ছে। সমাজে বৈষম্য বাড়ছে। এর সমতা আনতে হলে দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, সার্বিকভাবে উত্তরাঞ্চলের চেয়ে দেশের দক্ষিণাঞ্চলে দারিদ্রের হার বেশি। তারা অনেক আগে থেকে জেলা বাজেট দেয়ার দাবি জানিয়ে আসছিলেন। সরকার এখন পর্যন্ত জেলা বাজেট দেয়নি। কারণ তাহলে দুর্নীতি-লুটপাট বন্ধ হয়ে যাবে। তিনি দেশে আর কোথাও না হলেও বরিশালের জন্য জেলা বাজেট দাবি করেন সরকারের কাছে। 

বাদশা বলেন, ১৪ দল কি করবে জানি না, ওয়ার্কার্স পার্টি শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাচ্ছে। শেখ হাসিনার জনপ্রিয়তায় ধস নামানোর জন্য ষড়যন্ত্র চলছে বলেও তিনি হুশিয়ারী উচ্চারণ করেন। 

বিভাগীয় সমাবেশে অন্যান্যের মধ্যে দলের পলিট ব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট শেখ টিপু সুলতানসহ অন্যরা বক্তব্য রাখেন। সন্ধ্যা পর্যন্ত চলে বিভিাগীয় ওই সামবেশ