পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা পুলিশ।
শুক্রবার ২০ জানুয়ারি রাত ১০ টার সময় শহরের লঞ্চ টার্মিনালে এ কম্বল বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম। এসময় প্রায় শতাধিক দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
লঞ্চঘাটের লেবার সুমন মিয়া জানান, লঞ্চঘাটেই লেবারের কাজ করে রাতে টার্মিনালের ভেতরে ঘুমাই তাই এই তীব্র শীতে জেলা পুলিশের কম্বল উপহার পেয়ে আমরা খুব খুশি।
জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম বলেন, আমরা অনেক পোশাক পড়ার পর বুঝতে পারি শীতের তীব্রতা। আর সেই শীতেই একজন গরীব মানুষ কিভাবে রাত্রে জীবন যাপন করে তা চিন্তা করেই জেলা পুলিশের পক্ষ থেকে অসহায়দের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু করা। সমাজে যারা বিত্তবান আছে তারা এই তীব্র শীতে দুস্থ ও অসহায় পাশে দাড়ানোর জন্য অনুরোধ জানান পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ আহমাদ মাইনুল হাসান, সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় ও সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদ ইসলাম প্রিন্স সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।