পটুয়াখালীতে ইয়াবা-হেরোইনসহ নারী আটক

পটুয়াখালীতে ইয়াব-হেরোইনসহ অনামিকা তালুকদার নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার দুপুরে শহরের নবাবপাড়া এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ৫০ পিস ইয়াবা, ৩৪ পুরিয়া হেরোইন, লক্ষাধিক টাকা, ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নবাবপাড়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হীরা তালুকদারের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০ পিচ ইয়াবা, ৩৪ পুরিয়া হিরোইন (৬ গ্রাম), মাদক বিক্রির নগদ ১ লক্ষ ১১ হাজার ১১৭ টাকা ও ৪ টি মোবাইল সেটসহ হীরা তালুকদারের স্ত্রী অনামিকা তালুকদারকে আটক করা হয়।
ওসি আরও জানান, হীরা তালুকদার ভারতে থাকায় তার স্ত্রী অনামিকা তালুকদার তার স্বামীর মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।