পটুয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

পটুয়াখালী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে- ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২০ নভেম্বর বিকেলে কাজী আবুল কাসেম স্টেডিয়ামে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আখতারুজ্জামান, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার প্রমুখ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, সকল উপজেলা ইউএনও ও উপজেলা চেয়ারম্যানবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ ন ম আমিনুল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ক্রীড়ামোদি জনসাধারন উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় সদর উপজেলা একাদশ মির্জাগঞ্জ উপজেলা দলকে ৫-০ গোলে পরাজিত করে।পটুয়াখালী সদর এর নিশাত ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।উল্লেখ্য গত ১৩ নভেম্বর খেলার উদ্বোধন করা হয়। খেলায় মোট ৮ টি উপজেলা অংশগ্রহণ করেন