পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূইয়ার নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার ১৫ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। পাশাপাশি গত ১০ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের গঠন করা পটুয়াখালী পৌর ছাত্রলীগ, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ এবং গলাচিপা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করে দেয়া সংবাদ বিজ্ঞপ্তি বাতিল করা হয়।
এ ছাড়া জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ১০ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান আহম্মেদ রাসেল এবং সহ-সম্পাদক শেখ রিজওয়ান আলীর কাছে জীবন বৃত্তান্ত দেয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, মির্জাগঞ্জ ও গলাচিপা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের ওই সব এলাকায় কমিটির পক্ষে বিপক্ষে দফায় মিছিল মিটিং হয়।
পটুয়াখালী জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত জেলার সকল ইউনিটকে কমিটি না করার জন্যও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।