পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে SAC BOOK CORNER উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে SAC BOOK CORNER উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সার্ক এগ্রিকালচারাল সেন্টার ঢাকা এর যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে উদ্বোধন করা হয়। 

রবিবার ২৬ ডিসেম্বর সকাল ১০টায় কেন্দ্রীয় লাইব্রেরী ভবনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও  SAC এর পরিচালক ড. মোঃ বখতিয়ার হোসেন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

পরে ভাইস-চ্যান্সেলর কনফারেন্স কক্ষে “দি ফারদার কোলেবরেশন বিটুইন দ্য এসএসি এবং পিএসটিইউ’’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ সময় SAC এর এ্যকটিভিটিস বিষয়ে পেপার প্রেজেন্টেশন করেন ড. নাসরিন সুলতানা এবং পিএসটিইউ লাইব্রেরী এ্যকটিভিটিস বিষয়ে পেপার প্রেজেন্টেশন করেন গ্রন্থাগারিক (অ.দা.) পঙ্কজ কুমার সরকার। প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন SAC পবিপ্রবির লাইব্রেরীতে বুক কর্ণার স্থাপন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীসহ বিভিন্ন গবেষণা প্রকল্পে শিক্ষক-ছাত্রছাত্রীদের সুযোগ সৃষ্টির জন্য আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদে ডিন,চেয়ারম্যান,শিক্ষক,শাখা প্রধান এবং SAC এর কর্মকর্তাবৃন্দ।