পবিপ্রবিতে বঙ্গবন্ধু পরিষদ আহবায়ক কমিটি ,সভাপতি ড. পূর্নেন্দু ও সদস্য-সচিব মাহবুব মোর্শেদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রফেসর ড. পূর্নেন্দু বিশ্বাসকে সভাপতি ও প্রফেসর এবিএম মাহবুব মোর্শেদ খান কে সদস্য-সচিব মনোনীত করে পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৯ মার্চ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স কক্ষে প্রফেসর ড. পূর্নেন্দু বিশ্বাস এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়টির জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী শিক্ষকগনের উপস্থিতিতে সাধারণ সভার মাধ্যমে এ আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রফেসর ড. মোঃ জাহিদ হাসান, প্রফেসর ড. খাদিজা খাতুন, প্রফেসর ড. অসিত কুমার পাল, মোঃ মাহমুদুল হাসান ও মোঃ রেজাউল ইসলাম।
আহবায়ক কমিটির সদস্য-সচিব এবিএম মাহবুব মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। উক্ত আহবায়ক কমিটিকে পরবর্তী ৯০ দিনের মধ্যে পবিপ্রবির বঙ্গবন্ধু পরিষদের জন্য একটি গঠনতন্ত্র এবং বঙ্গবন্ধু পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করার দায়িত্ব প্রদান করা হয়।