পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে ২১২টি ইউনিয়নে মেরিস্টোপস-সুশীলন

পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে ২১২টি ইউনিয়নে মেরিস্টোপস-সুশীলন

পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে বরিশাল ও খুলনা বিভাগের ২১২ ইউনিয়নে কাজ করছে মেরী স্টোপস বাংলাদেশ এবং সুশীলন। দুই বিভাগের তিনটি জেলার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত জেলা অ্যাডভোকেসি ওয়ার্কিং গ্রুপ জেলা পরিবার পরিকল্পনা দপ্তর ও স্থানীয় সরকারের সার্বিক সহায়তায় কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

শনিবার ( ৬ ফেব্রুয়ারি) দুপুরে খুলনায় অনুষ্ঠিত পরিবার পরিকল্পনা সেবার মনোন্নয়ন বিষয়ক তিন দিনের প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানায় আয়োজক সংস্থা।

অনুষ্ঠানে মেরী স্টোপস বাংলাদেশ-এর লীড মনজুন নাহার জানান,  অ্যাডভান্স ফ্যামেলী প্ল্যানিং প্রকল্পের মিডিয়া এ্যাডভোকেসি টিম এর আওতায় পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে মেরী স্টোপস বাংলাদেশ এবং সুশীলন খুলনা, বাগেরহাট, পিরোজপুর এবং বরিশাল জেলার ২১২টি ইউনিয়নে জেলা পরিবার পরিকল্পনা দপ্তর ও স্থানীয় সরকারের সার্বিক সহায়তার মাধ্যমে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় সুুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে গঠিত জেলা অ্যাডভোকেসি ওয়ার্কিং গ্রুপ।

এই কাজের অংশ হিসেবে অ্যাডভোকেসির মাধ্যমে বরিশাল বিভাগের বরিশাল ও পিরোজপুর এবং খুলনা বিভাগের বাগেরহাট জেলার ২১২ ইউনিয়ন পরিষদের বাজেট থেকে পরিবার পরিকল্পনা খাতে বাজেট বরাদ্দ করানো সম্ভব হয়েছে। এই খাতে তিন জেলার ইউপি চেয়ারম্যানগণ পরিবার পরিকল্পনা খাতে মোট ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বরাদ্দকৃত অর্থ তিন জেলার সকল ইউনিয়নে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। 

সমাপনী অনুষ্ঠানে আরো জানানো হয়, খুলনা বিভাগের মৎস-প্রসেসিং কোম্পানী, লবণ ফ্যাক্টরি, জুট মিল গুলোতে পাবলিক প্রাইভেট কার্যক্রমের মাধ্যমে সেবা নিশ্চিত করতে কর্মসূচি পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের মাধমে উল্লেখিত কোম্পানীগুলোতে প্রায় ১০ হাজার নারী-পুরুষ পরিবার পরিকল্পনা সেবার আওতায় এসেছে।

এদিকে গতকাল বিকেলে অ্যাডভান্স ফ্যামেলী প্ল্যানিং প্রকল্পের মিডিয়া এ্যাডভোকেসি টিম এর আওতায় টিম এ্যসোসিয়েটস একটি মত বিনিময় সভার আয়োজন করে। পুলক রাহার সভাপতিত্বে এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, মেরী স্টোপস বাংলাদেশ-এর এ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন লীড মনজুন নাহার, এডভোকেসি এন্ড কমিউনিকেশন অফিসার তনুশ্রি মানজি, সুশীলনের এই কার্যক্রমের সম্বন্বয়কারী মোজাহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মল্লিক সুধাংশু, খুলনার স্থানীয় সাংবাদিকবৃন্দ, বরিশাল, বাগেরহাটের সাংবাদিকদ্বয়, সুশীলনের কর্মকতা ও টিম এ্যসোসিয়েটের সদস্যগণ।

অনুষ্ঠানটি টিম এ্যসোসিয়েটের সমন্বয়কারী তানজিনা পৃথার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মনজুন নাহার বলেন, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল এই তিন জেলায় অ্যাডভোকেসির মাধ্যমে জেলা পারিবার পরিকল্পনা সেবার মান উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে ৪ কোটি টাকার বাজেট বরাদ্দ করতে সক্ষম হয়েছে। এই বরাদ্দকৃত অর্থ দিয়ে তিন জেলার ২৭ টি উপজেলার ২১২টি ইউনিয়নে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে ব্যয় হচ্ছে। পরিবার পরিকল্পনা সেবা উন্নয়নের ধারাবাহিকতায় খুলনা জেলার কিছু উপজেলায় এই কার্যক্রম গ্রহণ করেছে যা দেখে বিভিন্ন ইউনিয়ন পরিষদ উদ্বুদ্ধ হয়ে বাজেট বরাদ্দসহ নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করছেন।

তিনি আরো বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ, জেলা ওয়ার্কি কমিটির মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবা আরো বেগবান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

টিম এ্যসোসিয়েটের প্রধান পুলক রাহা বলেন, বাগেরহাট, পিরোজপুর এবং বরিশাল জেলাতে পরিবার পরিকল্পনা কার্যক্রমের যে উদাহরণ সৃষ্টি হয়েছে তা সাংবাদিকদের লেখনির মাধ্যমে তুলে ধরলে পরিবার পরিকল্পনার সেবার মান আরো বৃদ্ধি পাবে। গণমাধ্যমে এ্ বিষয়টি তুলে ধরলে বাংলাদেশের অন্য জেলাগুলোর এই কার্যক্রম বাস্তবায়ন করে পরিবার পরিকল্পনা সেবার গুনগত পরিবর্তন আনতে কার্যকর ভুমিকা রাখবে।