পিছিয়ে গেল আইপিএল

পিছিয়ে গেল আইপিএল

নভেল করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারি আকার ধারণ করায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পার হলে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল। গত বার এই দুটি দলই ফাইনাল খেলেছিল।

গত সপ্তাহে ক্রিকইনফোর খবরে বলা হয়, যথা সময়ে আইপিএল শুরু করতে ‘সাবধানতার গাইডলাইন’ ঠিক করেছে ভারত। খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি, টিম হোটেল, সম্প্রচার কর্মী এবং প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সবার কাছে সেই গাইডলাইন পৌঁছে দেওয়ার পরিকল্পনা চলছে।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও চেয়েছিলেন, যথা সময়ে খেলা শুরু করতে। কিন্তু দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশের কারণে সম্ভব হল না।