পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় যুবলীগ নেতার আঙ্গুল বিচ্ছিন্ন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতীকের কর্মী ইউনিয়ন যুবলীগ সহসভাপতি মিজানুর রহমান বিপ্লবকে কুটিয়ে আহত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। তার ডান হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। ধারালো অস্ত্রের কোপে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন হতে পারে এবং ৭২ ঘন্টা না যাওয়া পর্যন্ত তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিপ্লবের স্বজনরা জানান, গত বুধবার সন্ধ্যায় মঠবাড়িয়া উপজেরার ধানিসাফা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ তালুকদারের প্রচারনায় নামেন বিপ্লব। প্রচারনা শেষে ফেরার পথে আলগিপাতাকাটা এলাকায় প্রতিপক্ষ চশমা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম আকনের কর্মী-সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বিপ্লবের উপর হামলা চালায়। এতে তার ডান হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং কব্জিও বিচ্ছিন্ন হওয়ার আশংকা স্বজনদের। আহতাবস্থায় প্রথমে তাকে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে স্বজনরা। আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ আহতের স্বজনদের। এ ঘটনায় জড়িতদের কঠোর বিচার দাবী করেন তারা।
এদিকে হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের কনসালটেন্ট ডা. সুদীপ কুমার হালদার জানান, তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। তবে ৭২ ঘন্টার আগে তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।