পুতিন আলোচনায় ভয় পাচ্ছেন: জেলেনস্কির অভিযোগ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে সরাসরি আলোচনার ব্যাপারে ‘ভয়’ পাচ্ছেন। পুতিন সম্প্রতি তাকে ‘অবৈধ প্রেসিডেন্ট’ আখ্যা দিয়ে আলোচনার সম্ভাবনা নাকচ করায় এমন মন্তব্য করেন জেলেনস্কি।
এর আগে, পুতিন এক বিবৃতিতে বলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত, তবে সে আলোচনায় জেলেনস্কি থাকবেন না। তিনি উল্লেখ করেন, সামরিক আইনের মেয়াদ শেষ হওয়ায় জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, যদি ইউক্রেন আলোচনায় আগ্রহী হয়, তবে তারা প্রতিনিধি পাঠাতে পারে, তবে রাশিয়া কেবল সেই আলোচনা গ্রহণ করবে যা তাদের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এ প্রসঙ্গে জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে পুতিনের অবস্থানকে ‘ভয়ের লক্ষণ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, "আজ পুতিন আবারও দেখিয়ে দিলেন যে তিনি আলোচনায় ভয় পান। শক্তিশালী নেতাদের ভয় পান এবং যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করছেন।"
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘদিন ধরে চলমান, এবং দুই দেশের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা বারবার জটিল হয়ে উঠেছে।