পুলিশের সিসি ক্যামেরায় মোটর সাইকেল চুরির ভিডিওচিত্র, আটক হয়নি চোর

পুলিশের সিসি ক্যামেরায় মোটর সাইকেল চুরির ভিডিওচিত্র, আটক হয়নি চোর

 


বরিশাল নগরীর সিএন্ডবি রোডে মসজিদের সামনে থেকে মোটর সাইকেল চুরির করে পালিয়ে যাওয়ার ভিডিওচিত্র রয়েছে পুলিশের কাছে। ছবিতে চোরের চেহারা এবং শারীরিক আকৃতি স্পস্ট। অথচ গত ৯ দিনেও চুরি যাওয়া ওই মোটর সাইকেল উদ্ধার কিংবা চোর আটক করতে পারেন পুলিশ। 

ঘটনাটি ঘটেছে গত ২৮ জুলাই দুপুরে বরিশাল নগরীর সিএন্ডবি রোডের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মসজিদ চত্ত্বরে জুমার নামাজের সময়। এ ঘটনায় মোটর সাইকেল মালিক ওই দিনই কোতয়ালী থানায় একটি সাধারন ডায়রি দায়ের করেন থানার এক কর্মকর্তা ওই জিডি তদন্তের দায়িত্ব পেলেও গত ৯ দিনে চোর শনাক্ত কিংবা আটক করতে পারেননি তিনি। 

নগরীর বৈদ্যপাড়ার বাসিন্দা মোটর সাইকেল মালিক রাহাত হাওলাদার জানান, গত ২৮ জুলাই জুমার নামাজের সময় তার এফজেড মোটর সাইকেলটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মসজিদ চত্ত্বরে রেখে মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে বের হয়ে দেখেন মোটর সাইকেলটি নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটর সাইকেলটির সন্ধান না পেয়ে ওইদিনই কোতয়ালী থানায় একটি সাধারন ডায়রি করেন তিনি। ওই এলাকার সড়কে পুলিশের সিসি ক্যামেরার ফুটেজে মোটর সাইকেল চুরি করে নেয়া এবং চোরের চেহারা আকৃতি সব কিছু স্পস্ট দেখা গেছে। মোটর সাইকেলটি উদ্ধারের বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে দেখি, দেখছি বলে সময় ক্ষেপন করছে বলে অভিযোগ রাহাত হাওলাদারের। 

এ ব্যাপারে জানতে কোতয়ালী তদন্ত কর্মকর্তা মো. সেলিমের সঙ্গে যোগাযোগের চেস্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

সময় ক্ষেপন করার অভিযোগ অস্বীকার কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, উদ্ধার হয় না এক কথা ঠিক নয়। দুইদিন আগেও একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার হয়েছে সিসি ক্যামেরার ফুটেজের সহায়তা নিয়ে। ওই ঘটনায় মামলা হয়েছে। চুরির সব ঘটনা গুরুত্বে সঙ্গে তদন্ত হচ্ছে। মসজিদের সামনে থেকে মোটর সাইকেল চুরির ফুটেজ পাওয়া গেছে। মোটর সাইকেলটি উদ্ধার এবং অভিযুক্তকে আটকের চেস্টা চলছে বলে ওসি জানান।