পুলিশ তখনই সবকিছুই পারে, যখন জনগণ পুলিশকে সহযোগিতা করে

পুলিশ তখনই সবকিছুই পারে, যখন জনগণ পুলিশকে সহযোগিতা করে

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, পুলিশ তখনই সবকিছুই জানে, যখন জনগণ পুলিশকে জানায় ; পুলিশ তখনই সবকিছুই পারে, যখন জনগণ পুলিশকে সহযোগিতা করে।

রোববার, বেলা সাড়ে ১১টায় বরিশাল কোতোয়ালি মডেল থানা চত্বরে আয়োজিত ওপেনহাউজ ডে তে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ কমিশনার মো.  শাহাবুদ্দিন খান।

অনুষ্ঠানের শুরুতে বিগত ওপেন হাউজ ডে তে আগত ভুক্তভোগী  জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরণের সমস্যা সমাধানকল্পে কোতোয়ালি মডেল থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারগণকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে সমস্যা সমাধানকল্পে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সেটা জানেন। একই সঙ্গে সমস্যার কতটুকু সমাধান করেছে সেই সংক্রান্তে পুঙ্খানুপুঙ্খ একটি জবাবদিহিতামূলক বিবরণী সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়। এসময় পুলিশ কমিশনার বলেন,  ওপেন হাউজ ডে সবার জন্য উন্মুক্ত। আপনারা যদি ওপেন হাউজ ডে তে সমস্যার কথা বলতে না পারেন তবে ক্লোজড হাউস ডে তে বলেন, যদি সেটাও না পারেন তবে মোবাইল ফোন, ফেইসবুক পেজ, ওয়েব পেজ, অ্যাপস যেখানে আপনি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করেন সেখানে বলেন। আমরা সর্বত্র সদাজাগ্রত আছি আপনাদের সেবায়, আপনাদের নিরাপত্তায়।

বৈশ্বিক মহামারী প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে আমাদের সবাইকে মাস্ক পরিধান করাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের উচিত আমাদের আন্ডার কমান্ডকে সঠিক পথে পরিচালিত করা। কারণ নেতৃত্বের একটি দায় আছে। আমরা যে যেই সেক্টরেই থাকি না কেন রাষ্ট্রের কর্মচারী, জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষকসহ সকল সেক্টরের নেতৃবৃন্দকে তাদের আন্ডার কমান্ডকে সঠিকভাবে পরিচালিত করতে হবে।
ওপেন হাউজ ডেতে উপস্থিত হয়ে ২৫ ভুক্তভোগী পুলিশ কমিশনারের কাছে নানান বিষয়ে তাদের সমস্যা তুলে ধরেন। পুলিশ কমিশনার তাদের উত্থাপিত সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ওপেন হাউজ ডে তে উপস্থিত হয়ে ওপেন হাউজ ডেকে প্রাণবন্ত করার জন্য আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে থানার অফিসার-ফোর্সদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন।

উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. মোকতার হোসেন, পুলিশের বিধিবদ্ধ দায়িত্বের বাহিরে গিয়েও জনসেবায় পুলিশের বিভিন্ন ধরনের মানবিকতার উদাহরণ তুলে ধরেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক  রাসেল, সহকারী পুলিশ কমিশনার কোতোয়াল মডেল থানা  মো. ইব্রাহিমসহ থানার সকল অফিসারবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, থানা এলাকার সকল শ্রেণি পেশার মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।