বরিশালে মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

বরিশালে মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃর্ত মিথ্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারী করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। সমাবেশে বরিশাল মহানগর ছাত্রদল সহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদল আহবায়ক কমিটির সদস্যরা অংশ্রহণ করে। পরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সদররোডস্থ বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যলয়ের সামনে প্রতিবাদ সভা করে মহানগর ছাত্র দল। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাতে বাধ দেয় পুলিশ।


বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করীম রনির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক একরামুল ইসলাম তছলিম, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদল কমিটির আহবায়ক মাজহারুল ইসলাম বাবু, সাবেক ছাত্রদল নেতা মো. জসিম উদ্দিন, রেজাউল করীম শাকিল, মো. সজিব গাজী, শহিদুল ইসলাম জাহিদ, কালু খা, তুহিন হাওলাদার, বাবুল কাজী, সজল কাজী।
প্রতিবাদ সভা শেষে দলীয় কার্যলয় থেকে একটি মিছিল বের করে ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি অশি^নী কুমার হলের গেটের কাছে পৌঁছলে কর্তব্যরত কোতয়ালী মডেল থানার পুলিশ সদস্যরা ব্যাড়িকেড দিয়ে মিছিলটি পন্ড করে দেয়।

এর পূর্বে মহানগর ও নগরীর বিভিন্ন ওয়ার্ড ছাত্রদল সদস্যরা বরিশাল প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেত হয়ে একটি মিছিল নিয়ে দলীয় কার্যলয়ের সামনে আসে।