পূজা মন্ডপে স্বাস্থ্যবিধি মানতেই হবে

বরিশালে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং পূজাম-পে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল সেট সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ করার জন্য সকল ধরনেণর আতশবাজি মাইকিং এবং ঢোল তবলা সব বন্ধ রাখতে হবে। কোনো ধরণের অপরাধ হলে পুলিশ তা বরদাস্ত করবে না। করোণা প্রকটের কারণে সকল পূজাম-পে স্বাস্থ্যবিধি মেনেই ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্যানিটাইজার ব্যবহার করে দর্শনার্থীদের আসতে হবে। তাছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকাদের বিষয়টি নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন আইনজীবী ও সাংবাদিক এডভোকেট এসএম ইকবাল, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ।