প্রোক্লেমেশন জারি করতে কালক্ষেপণ হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি

প্রোক্লেমেশন জারি করতে কালক্ষেপণ হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা, প্রোক্লেমেশন জারি করার ক্ষেত্রে কোনো ধীরগতি বা গড়িমসি হলে, দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে নিয়ে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার রাতের রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংগঠনিক সভা শেষে, দুটি সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি প্রদান করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত জুলাই মাসে প্রোক্লেমেশন জারির দাবি জানিয়ে আসছে। জাতীয় নাগরিক কমিটি তাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত বছরের ৩১ ডিসেম্বর আমরা একটি যৌথ সিদ্ধান্ত নিই, যাতে ২০২৪ সালের অভ্যুত্থানের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করতে জুলাই প্রোক্লেমেশন জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যমান সংবিধানের বিরুদ্ধে গঠিত গণ-অভ্যুত্থানের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য এই প্রোক্লেমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, তবে গত ১৫ দিন ধরে কোনো দৃশ্যমান উদ্যোগ না হওয়ায় আমরা হতাশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘এটি শুধুমাত্র একটি সাংগঠনিক দাবি নয়, বরং গণ-অভ্যুত্থানের অংশ হিসেবে, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদের একতাবদ্ধ হওয়া প্রয়োজন।’ নেতারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং যে কোনো প্রকার গড়িমসিকে বরদাস্ত না করার কথা জানান।