ফাহমিদা নবীর জন্মদিন আজ

ফাহমিদা নবীর জন্মদিন আজ

সংগীত অঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ফাহমিদা নবী। এ জনপ্রিয় সংগীতশিল্পীর ৫৬তম জন্মদিন সোমবার (৪ জানুয়ারি)।

ফাহমিদা ১৯৭৯ সালে তার গায়িকা জীবন শুরু করেন এবং তিন যুগ ধরে সাফল্যের সাথে গান গেয়ে যাচ্ছেন। আধুনিক ধারার পাশাপাশি রবীন্দ্র ও নজরুলসংগীতেও শ্রোতাদের মুগ্ধ করেন ফাহমিদা। তার গাওয়া বেশিরভাগ গানই পেয়েছে দর্শকপ্রিয়তা।  

ফাহমিদা নবীর জন্ম দিনাজপুর জেলায় জন্ম ১৯৬৪ সালের ৪ জানুয়ারি। তার ডাকনাম নুমা। তার পিতা প্রয়াত বিখ্যাত সংগীতজ্ঞ মাহমুদুন্নবী। তার ছোট বোনও আরেক জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী।

২০০৭ সালে ফাহমিদা নবী শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড (২০০৮) ও মেরিল-প্রথম আলো পুরস্কার (২০০৮) লাভ করেছেন।  


ভোরের আলো/ভিঅ/০৪/০১/২০২১