বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ আহম্মেদকে (৩২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মালগ্রাম ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ আহম্মেদ (৩২) মালগ্রাম ডাবতলা এলাকার মাছ ব্যবসায়ী ঝন্টু শেখের ছেলে। নাহিদ শহর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট শাখায় কর্মরত ছিলেন।
নিহত নাহিদের বন্ধু ভিক্কু বলেন, রাত ৮টার দিকে ডাবতলা এলাকায় সাদাফ ছাত্রাবাসের পেছনে নাহিদসহ সাত-আটজন মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে স্থানীয় ১০/১২ জন দেশীয় অস্ত্র হাতে এসে বলে, ‘কেউ কোনো রকম দৌড়াদৌড়ি করবি না’। এটা বলেই জুম্মন এবং কানশা মনির দা দিয়ে নাহিদকে কোপাতে থাকে। এতে নাহিদের হাত, পেট এবং পা গুরুতর জখম হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে নাহিদ মারা যান।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত বলেন, নিহত নাহিদ বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।