বঙ্গবন্ধুর সমাধিতে নবগঠিত বরিশাল মহানগর শ্রমিকলীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নব-গঠিত বরিশাল মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
বুধবার (১ আগস্ট) নবগঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, মহানগর শ্রমিক লীগ সভাপতি পরিমল চন্দ্র দাস ও সাধারন সম্পাদক রইজ আহমেদ মান্না সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।