ববিতে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মরধরের ঘটনায় পাল্টা মামলা করেছে বরিশাল সদরের চরকাউয়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল আলম লিটনের স্ত্রী লুৎফর নাহার কাজল।
বৃহস্পতিবার (১৪ জনুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় ওই শিক্ষার্থীর স্বামীসহ ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন লুৎফুর নাহার কাজল।
বিচারক আল ফয়সাল অভিযোগ আমলে নিয়ে আগামী ১০ দিনের মধ্যে বন্দর থানার ওসিকে মামলা রেকর্ড করতে নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আতিকুর রহমান জুয়েল।
মামলার অভিযোগে শিক্ষার্থীর স্বামীর বিরুদ্ধে ঝালকাঠি সদর ও বন্দর থানায় একাধিক অভিযোগ আছে। ওইদিন রাতে তার লোকজন মিলে জয়কে মারধর করে। লিটন তাতে বাধা দিতে গেলে তাকেও রড দিয়ে পেটানো হয়। এর জেলে লিটনের বাড়িতে আসামিরা হামলা ও লুটপাত চালায়।
তবে এই মামলায় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি। ওই ছাত্রীর স্বামী ছাড়া অন্য সব আসামিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি দেখানো হয়েছে।
এর আগে ইউপি সদস্য লিটনসহ চার থেকে পাঁচজনের নামে বন্দর থানায় বুধবার রাতে মামলা করেন ওই ছাত্রীর স্বামী।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় সংলগ্ন সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার রাত ৯টার দিকে ওই হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।