বরগুনায় ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন ,এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন

বরগুনায় ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন ,এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন


করোনা মহামারী ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুল গুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান সহজশর্তে ঋণের দাবিতে দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালিত। তারই অংশ হিসাবে বরগুনায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

৮  জুলাই বুধবার সকাল ১১ টায় বরগুনা জেলা প্রেসক্লাবের সামনে কিন্ডারগার্টেন গুলোর শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন এসময় তারা বলেন গত চার মাস যাবত তারা মানবেতর জীবন-যাপন করছেন। তাদের একমাত্র আয়ের  উৎস শিক্ষার্থীদের বেতন যা গত চার মাস যাবত বন্ধ আছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করেন যে তাদের যেন কিছু অনুদান দেওয়া হয়।

এসময় তারা আরও বলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশ পরিচালনা সর্বস্তরের অবকাঠামো যেমন প্রশাসন, বাহিনী, চিকিৎসক, এবং গণমাধ্যম কর্মী, এই করোনা মহামারী মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে যারা মানবসেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বরগুনা জেলা শাখার পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব ফরিদ উদ্দিন ফোরকান। ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি  এম এলিয়াস আহমেদ। আহবায়ক, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বরগুনা জেলা শাখা। মোঃ সুমন। সাধারণ সম্পাদক বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পাথরঘাটা উপজেলা শাখা বরগুনা। শাহিন হাওলাদার। প্রতিষ্ঠাতা পরিচালক, মোকামিয়া আইডিয়াল কিন্ডার গার্ডেন।