সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নোয়াখালীসহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্তদের কঠোর বিচারের দাবিতে বরিশালে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এদিকে একই দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচী পালন করেছে বরিশালের এক কলেজ ছাত্রী।
বুধবার সকাল ১০টা থেকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে অবস্থান নেয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।
দেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারকে জনসাধারণের দাবি মেনে নিয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা। মানববন্ধনকালে বক্তারা বলেন, দেশে আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ নেই। ধর্ষকরা আইনের ফাঁক গলে বেড়িয়ে যায়। দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ কম থাকায় সারা দেশেই ধর্ষণ ও নারী নির্যাতন বাড়ছে। এ অবস্থায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে নতুন আইন করার দাববি জানান তারা।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ছাত্র ইউনিট, ব্লাড ডোনেশন গ্রুপ, অভিযাত্রীক ব্লাব ব্যাংক, রতœপুর ব্লাড ডোনারস ক্লাব, লাভ ফর ফ্রেন্ডস, সবুজ বাংলা সোসাইটি, বন্ধু মহল ব্লাড ডোনারস ক্লাব এবং মো. নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি এই কর্মসূচির আয়োজন করে।
এদিকে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে ফুটপাতে নগরীর আনসার উদ্দিন মল্লিক কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান সুরাইয়া গতকাল বুধবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন। তার সঙ্গে যোগ দিয়েছেন আরও কয়েকজন শিক্ষার্থী।