বরিশালের উজিরপুরে ভুল নামে চলছে ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্র

বরিশালের উজিরপুরে ভুল নামে চলছে ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্র


বরিশালের উজিরপুরে ভুল নামে চলছে বড়াকোঠা ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। গত বছর ওই ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের নবনির্মিত ভবন নির্মান শেষে মেইন গেইটে ও ভবন সম্মুখে নাম লেখা হয় ‘চথলবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’ এবং বড়াকোঠা ইউনিয়নের প্রতিষ্ঠান হলেও ‘বড়াকোঠা’ নামটি কোথাও দেখা যায় না। প্রতিষ্ঠানটির সঠিক নাম হবে ‘বড়াকোঠা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র ও চথলবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্র’। ভবন নির্মানের এক বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু নাম সংশোধনের কোন উদ্যোগ নেই। বড়াকোঠা ইউপি চেয়ারম্যান বলছেন, নিজ অর্থায়নে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের নাম সংশোধন করা হবে।

স্থানীয়সূত্রে জানা যায়, বড়াকোঠা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের মূল ভবনটি ছিল নবনির্মিত ভবনের প্রায় আধা কিঃমিঃ সামনে দক্ষিন দিকে। সন্ধ্যা নদীর ভাঙ্গনে সেই ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। পরে ২০১৮ সালে বর্তমান এই নতুন ভবনের কাজ শুরু হয়েছিল। নির্মাণ শেষে গত বছর ডিসেম্বরে উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বড়াকোঠা ইউনিয়নের বাসিন্দা মন্টু ডাকুয়া বলেন, পরিবার কল্যাণ কেন্দ্রের নতুন ভবনের নামের ভুলটি আমরা চালু হওয়ার পর থেকে প্রায় এক বছর যাবৎ দেখতে পাচ্ছি। বড়াকোঠা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের সামনের রাস্তাটি আমাদের উপজেলা সড়ক হিসেবে বিবেচিত। এখান থেকে প্রতিদিন হাজার হাজার লোকের যাতায়াত। সেই রাস্তার পাশেই ইউনিয়নের এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের ভুল আমাদের ইউনিয়ন বাসির জন্য লজ্জাস্কর বিষয়।

এ বিষয়ে বড়াকোঠা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে দায়িত্বরত এসএসিএমও অমৃত লাল হালদার বলেন, নামের ভুলের বিষয়টি ভবন নির্মানের কন্ডাক্টরকে জানিয়েছি কোন সাড়া পাইনি। পরবর্তিতে তৎকালিন উপজেলা পঃপঃ কর্মকর্তাকে এবং বড়াকোঠা ইউপি চেয়ারম্যানকে মৌখিকভাবে জানানো হয়েছে। এখন পর্যন্ত কোন সাড়া পাইনি। তবে এখন লিখিতভাবে জানাবেন বলে জানিয়েছেন অমৃত লাল হালদার।

বর্তমান উজিরপুর উপজেলা পঃপঃ কর্মকর্তা ডা. মো. শওকত আলী বলেন, এটা ভুল হয়েছে। তবে আমার আমলে এই ভুলটা হয়নি। সাবেক কর্মকর্তার আমলে ভুলটা হয়েছে। আমরা নামের ভুলের বিষয়ে সিভিল সার্জন স্যারের বরাবর জানিয়েছি। প্রয়োজনে আমরা স্যারকে আবার জানাব।

এ বিষয়ে বড়াকোঠা ইউপি চেয়ারম্যান এড. সহিদুল ইসলাম মৃধা বলেন, এখানে সঠিক নাম হবে ‘বড়াকোঠা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র ও চথলবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্র’। আমি আমার নিজ অর্থায়নে নামের এই ভুল সংশোধন করে দেব।