বরিশালের দুটি পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ

বরিশালে তৃতীয় ধাপে অনুষ্ঠিত দুই পৌসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। আাগামী ৩০ জানুয়ারী তৃতীয়ধাপে বরিশাল জেলার গৌরনদী ও মেহেন্দিগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার সকাল ১০টায় নগরীর নথুল্লাবাদ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রথমে গৌরনদী ও পরে মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।
প্রথমে সকাল ১০ টায় পৌর নির্বাচনে মেয়র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হারিছুর রহমান হারিছ ও বিএনপির জহির সাজ্জাদ হান্নান, ৯টি ওয়ার্ডের ২৯জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ৮জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম।
এদিকে দুপুরে মেহেন্দিগঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধি ৩ মেয়র প্রার্থী যথাক্রমে আওয়ামী লীগের কামাল উদ্দিন খান, বিএনপির জিয়াউদ্দিন সুজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, ৯টি সাধারন ওয়ার্ডে ৩৪জন কাউন্সিলর প্রার্থী এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৯জন নারী কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল-হাদী।
এ সময় রিটার্নিং কর্মকর্তারা অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।
প্রতীক বরাদ্দের পরপরই গণসংযোগসহ প্রচারণায় নেমে যান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গৌরনদী পৌরসভায় ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ৯৬টি কক্ষে মোট ভোটার ৩৩ হাজার ৪০৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৭৯৯জন এবং নারী ভোটার ১৬ হাজার ৬০৯জন।
অপরদিকে মেহেন্দিগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৭৫টি কক্ষে মোট ভোটার ২৫ হাজার ৮৮৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১৭৩জন এবং ১২ হাজার ৭১৫জন নারী ভোটার।