বরিশালের রাস্তায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব-পুলিশ

বরিশালে লকডাউনের ৫ দিন নগরের রাস্তায় মানুষ জনের ভীড় বেড়েছে। রাস্তায় বেড়েছে যান বাহনের চলাচল। রিকশার সংখ্যা অধিক হারে চলাচল ছিলো।মানুষ অযথা রাস্তায় বেড়িয়েছে লকডাউন পরিস্থিতি দেখতে। এদিকে গত ৪ দিনের চেয়ে গতকাল দিনে দোকানপাঠ বেশী খুলেছে। জরুরী নয় এমন সব দোকানপাঠও খুলতে শুরু করে। নানাভাবে জিজ্ঞাসাবাদের মুখে পড়ছে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর।
গতকাল সোমবার ৫ জুলাই সকাল থেকেই সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ বরিশাল শহরের বিভিন্ন স্থানে লকডাউনে বাস্তববায়ন করতে ব্যাপক তৎপরতা ছিলো।
বরিশালে লকডাউনের ৫ম দিনে ব্যাংক খোলা থাকায় রাস্তায় অনেক বেশি মানুষ চলাচল করতে দেখা যায় সাথে ব্যক্তিগত যানবাহনের চলাচল বেশি করতে দেখা যায়।
সকাল থেকে নগরের চৌমাথা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তৎপর ছিলো সেনাবাহিনী একটি টিম। প্রতিদিন তিনটি টহলের মাধ্যমে বরিশাল জেলার বরিশাল সদর, বানারীপাড়া, গৌরনদী, বাকেরগঞ্জ, উজিরপুর সহ বরিশাল সদরের বিভিন্ন জায়গায় পৃথকভাবে টহল কার্যক্রম পরিচালনা করে।
এদিকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে সকাল থেকে র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮) এর সদস্যরা তৎপরতা চালায় ।
বেলা সাড়ে ১১টার দিকে র্যাব ৮ এর অতিরিক্ত পরিচালক জামিল হাসান পরিদর্শনে আসে এবং প্রেস ব্রিফিংয়ের বলেন বরিশালে করোনা প্রতিরোধে র্যাব মাঠে তৎপর রয়েছে। আমারা অলি গলিতে টহল বৃদ্ধি করেছি।
আমরা র্যাব জনগণের সেবক হয়ে আছি সাথে সাথে আইন শৃংখলা ও রক্ষা করবো। তিনি এসময় অত্রএলাকায় অভিযান পরিচালনা করেন।
এদিকে গতকাল সকাল থেকে বরিশালে নগীরতে টহল পরিচালনা করে লকডাউন বাস্তবায়নে মাঠে ছিলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বরিশালে লকডাউনে নগরের মূল পথগুলোতে প্রতিদিনের মতো গতকালও চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা ও টহল চালায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
গতকাল বরিশাল জেলা প্রশাসন প্রতিদিনের ন্যায় ১৫ টি ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে।জেলাপ্রশাসন সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস ভোরের আলোকে জানায় বরিশাল জেলাও নগরীতে লকডাউন বাস্তবায়ন করতে এসব অভিযান নিয়মিত পরিচালনা করা হয় লকডাউনে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।