বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি গঠন

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নতুন কমিটি গঠন হয়েছে। কার্যকারি পরিষদের সভাপতি সভাপতি সৈয়দ আবুল খায়ের ও সেক্রেটারি সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বরিশাল নগরীর চাঁদমারী রোডস্থ এম.সি অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন উপস্থিত হয়ে ওই সভায় কমিটি গঠন করেন।
সভায় মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের এর সভাপতিত্বে ও সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় দিনভর আয়োজিত শুরা অধিবেশন শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে মজলিশে শুরার পরামর্শের ভিত্তিতে ২০২১-২২ কমিটি গ্রহন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কার্যক্রম গতানুগতিক অন্যান্য রাজনৈতিক দলের সাথে একীভূত নয়। আমরা শুধু নেতার পরিবর্তনে বিশ্বাসী নই। বরং নীতির পরিবর্তন না হলে দেশের সার্বিক উন্নয়ন তথা মানবতার উন্নয়ন সম্ভব নয় বলে বিশ্বাস করি। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতির পরিবর্তন ঘটিয়ে দেশের আপামর জনতাকে মানবতার কাঙ্খিত মুক্তি অর্জনে পৌঁছাতে কাজ করছে।