বরিশালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধনে চামড়া শিল্প রক্ষার দাবি

চামড়া শিল্প রক্ষায় সকল সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন।
সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের বরিশাল মহানগর সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখা সভাপতি মুহাম্মদ আশ্রাফুল ইসলাম, মহানগর শাখার সহ-সভাপতি মুহাম্মাদ ইব্রাহীম খান ও সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ শোভনসহ অন্যান্যরা।
বক্তারা চামড়া শিল্প রক্ষায় এই খাতের সকল সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। একই সঙ্গে তারা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করারও দাবি জানান।