বরিশালে করোনা গুজব সৃষ্টির দায়ে ২ ইমামসহ ৬জনকে দন্ড

বরিশালে করোনা গুজব সৃষ্টির দায়ে ২ ইমামসহ  ৬জনকে দন্ড

বরিশালে করোনা নিয়ে মসজিদের মাইকে গুজব সৃষ্টি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টির দায়ে মসজিদের দুই ইমামসহ ৬জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে এক মাসের বিনা শ্রম কাদন্ডের আদেশও দেয় আদালত।

আজ বুধবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সংক্ষিপ্ত ভ্রাম্যমান আদালত ওই দন্ড ঘোষণা করেন।

বরিশালের গৌরনদী উপজেলায় করোনা সম্পর্কে মসজিদের মাইকে ও ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, বার্থী কলেজের শিক্ষক সালমা আক্তার, বানিয়াছড়ি মসজিদের ইমাম আব্দুল কাদের, উত্তর বিজয়পুর মসজিদের ইমাম হাসান আল-মামুন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা দিপালী দেবনাথকে আটক করা হয়। এদের মধ্যে ২জন ইমাম ও অবসরপ্রাপ্ত সার্জেন্টকে মসদিজের মাইকে করোনা সম্পর্কে গুজব সৃষ্টির অভিযোগে এবং অপর ৩জনকে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়। এদের গৌরনদী থানা পুলিশ আটক করে পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

বুধবার দুপুরে গৌরনদী থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ভ্রাম্যমান আদালত বসান। ওই আদালত মসজিদের দুই ইমাম ও ২ শিক্ষকসহ ৬জনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।

পুলিশ জানানয়, গত মঙ্গলবার রাত ১০টার পর আটককৃকতরা মাইকিং করে এবং ফেসবুকে করোনা সম্পর্কে গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি চেষ্টা করে। মসজিদের মাইকে এবং ফেসবুকে তারা উল্লেখ করেন, ‘মঙ্গলবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যাবেন না। করোনা ভাইরাস নির্মুলে হেলিকপ্টারযোগে স্প্রে করা হবে। এই সময়ে ঘরের বাইরে কোন কাপড়-চোপড় থাকলে তাও দ্রুত ঘরে নিয়ে যান’। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে ওই রাতেই অভিযানে নামেন তারা। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত অভিযুক্ত ৬জনকে আটক করা হয়।

বুধবার দুপুরে গৌরনদী থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ভ্রাম্যমান আদালত বসিয়ে গুজব সৃষ্টি দায়ে ওই ৬জনের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, গৌরনদী উপজেলায় করোনা নিয়ে গুজব সৃষ্টি করেছে মসজিদের ইমাম ও শিক্ষকরা। তাদের পুলিশ আটক করেছে। গুজব সৃষ্টির দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালত বসিয়ে দ- দেওয়া হয়। করোনা নিয়ে যেকোন ধরণের গুজবের বিরুদ্ধে প্রশাসন সতর্ক আছে। এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।