বরিশালে কয়েক যুগ পর বিএনপিতে নতুন উদ্দম

বরিশালে কয়েক যুগ পর বিএনপিতে নতুন উদ্দম

বরিশালে কয়েক যুগ পর নতুন উদ্দমে বিএনপি নেতাকর্মীরা মাঠে। সাবেক মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ারের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। সরোয়ার বিহীন বিএনপিতে প্রাণচাঞ্চল্য ফিরেছে বঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে।নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দম দেখা গেছে।

রোববার বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে বরিশাল মহানগর এবং উত্তর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়।
মজিবর রহমান সরোয়ার আধিপত্যের অবসান ঘটায় গতকাল দলীয় কর্মসূচি পালনে নেতা কর্মীদের মাঝে নতুন উদ্দম দেখা গেছে। কেউ কেউ বক্তৃতায় সাবেক এই নেতার স্বেচ্ছাচারীতার কথা প্রকাশ্যে তুলে ধরে নিজেরা রাজনীতি থেকে দূরে থাকার কথা বলেছেন। দীর্ঘদিন পদবঞ্চিত সিনিয়র নেতারা বলছেন মহানগরসহ জেলা নেতৃবৃন্দের ঐক্যবন্ধ অবস্থান আগামীতে বিএনপিকে ক্ষমতার আসনে বসাতে কাজ করবে।
বক্তারা বলেন, বরিশালে দীর্ঘ ৩১ বছর মজিবর রহমান সরোয়ার একক আধিপত্যে বিএনপি পরিচালিত হয়েছে। সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ, সিটি করপোরেশনের মেয়র, বরিশাল বিএনপির সভাপতি-সম্পাদক যখন যে পদ চেয়েছেন, সেটাই আদায় করেছেন মজিবর রহমান সরোয়ার। এককথায় দলে মজিবর রহমান সরোয়ার ছিলেন অপ্রতিরোধ্য নেতা।

গত বুধবার (৩ নভেম্বর) বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে ছন্দপতন ঘটল সরোয়ার ও তার অনুসারীদের। তিনি নিজে এবং তার অনুসারীরা পাননি কোন পদ। সরোয়ার এখন শুধু দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব।
আর এর ধারাবাহিকতায় বেশ কয়েকমাস ধরে সরোয়ার বিরোধী প্যানেলের নেতা কর্মীরা পেয়েছেন দলের দায়িত্বভার। তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে মহানগরসহ জেলার কমিটি।

গতকাল রোববার নবগঠিত কমিটির আয়োজনে পালন করা হয়েছে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। কিন্তু গত (২ নভেম্বর) বিকেলে মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা করা হলেও  সাবেক এই নেতার উপস্থিতি ছিলনা গতকালের দলীয় অনুষ্ঠানে।

বরিশাল প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন।

মহানগর বিএনপির নব গঠিত কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দুই সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবায়দুল হক চাঁন ও আবুল হোসেন খান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাকির হোসেন নান্নু।

মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির, দক্ষিণ জেলার সদস্য সচিব আক্তার হোসেন মেবুল ও উত্তর জেলার সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের সঞ্চলনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সাবেক সহসভাপতি মহসিন মন্টু, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলুসহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তারা।

এদিকে সভা চলাকালে মহানগর বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া বক্তব্য শুরু করলে ‘ভুয়া, ভুয়া’ বলে শ্লোগান দেয় মহানগর বিএনপির নতুন সদস্য সচিব মীর জাহিদুল কবিরের অনুসারীরা। এ সময় বক্তব্য সংক্ষেপ করে সভাস্থল ত্যাগ করেন জিয়া। যিনি বিগত কমিটির আমলে গত ৭ বছর সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলেন অগ্রসৈনিক।