বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটিতে ড. আনিসুজ্জামানকে সংবর্ধনা

বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটিতে ড. আনিসুজ্জামানকে সংবর্ধনা
বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর সদ্য যোগদানকৃত উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দা আরজুমান বানু নার্গিসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান এস আমরীন রাখী, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের প্রাক্তন চেয়ারম্যান ও প্রোগ্রাম পরিচালক প্রফেসর মো. জহির উদ্দিন আরিফ, জাতীয় কিডনি ইনস্টিটিউটের সহকারী প্রফেসর ড. নাজমুল হাসান, লালামাটিয়া মহিলা কলেজের অধ্যাক্ষ ও গ্লোবাল ইউনিভার্সিটির বোর্ড সদস্য প্রফেসর মো. রফিকুল ইসলাম, একাডোমিক কাউন্সিলের সদস্য প্রফেসর মো. হানিফ, বরিশাল প্রেস ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল প্রমূখ। নতুন যোগদানকৃত উপাচার্যের সংবর্ধনা উপলক্ষে প্রথমে আলোচনা সভা এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমি বরিশালে কোন ট্রেক্সটাইল মিল, শিল্প প্রতিষ্ঠান এবং ব্যবসা করতে আসেনি। আমি এসেছি দেশ বরেন্য একটি মানুষ গড়ার শিক্ষা প্রতিতষ্ঠান গড়ে তুলতে। যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানসম্মত শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা বের হয়ে নিজেরা প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে দেশ বিদেশে শিক্ষার আলো পৌছে দিয়ে দেশ গড়ার কাজে লাগবে।