বরিশালে চোরাই গরুসহ গ্রেপ্তার তিন

বরিশালে চুরি হওয়া ৫টি গরুসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫টি গরু এবং চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকাপ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর নথুঠল্লাবাদ বিএমপি উপ-কমিশনার (উত্তর) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
গত বুধবার রাতে বরিশাল মেট্রোপলিটনের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ বরিশাল ও ঝালকাঠীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ চোর গ্রেপ্তার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) খাইরুল আলম জানান, গত ১৯ জুন গভীর রাতে এয়ারপোর্ট থানার উত্তর কড়াপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের গোয়াল ঘর থেকে ৪টি গরু এবং ২৬ জুন মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার দিলিপ কুমার মন্ডলের গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি হয়।
এ ঘটনায় মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির মাধ্যমে গত বুধবার রাতে বরিশাল ও ঝালকাঠীর বিভিন্ন এলাকা থেকে ৫টি চোরাই গরু এবং চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও পিকআপ উদ্ধার করা হয়। এ সময় গরু চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরিশাল থেকে মো. সুমন প্যাদা ও মো. শাহ আলম এবং ঝালকাঠীর রাজাপুরের কৈখালী থেকে ইমরান হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা বরিশালের বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে পিকআপে উঠিয়ে এবং ছাগল চুরি করে প্রাইভেটকারে উঠিয়ে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী ও পিরোজপুরে নিয়ে বিভিন্ন হাটে বিক্রি করে আসছিলো বলে সংবাদ সম্মেলনে জানান উপ-কমিশনার খাইরুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।