ইয়ান চ্যাপেলের সেরা পাঁচ বোলার

টেস্ট ক্রিকেটে এখন যারা ভালো করছেন, তাদের মধ্য থেকে পাঁচজনকে বেছে নিলেন ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের পছন্দের মধ্যে তিনজনই ভারতীয়।
চ্যাপেলের পছন্দের পাঁচ বোলারের মধ্যে ভারত থেকে রয়েছেন ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি এবং রবিচন্দ্রন অশ্বিন। বাকি দুই বোলারের একজন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং আর একজন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
ভারতের তিনজন বোলারই কিছুদিন পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্টের ফাইনাল খেলতে নামবেন। নিজের পছন্দের ব্যাখ্যা দিতে গিয়ে চ্যাপেল বলেছেন, ‘২০১৮-সালের শুরু থেকে এখন পর্যন্ত ইশান্তের ফর্ম বিচার করে বলতে পারি, ওর রেকর্ড অনেক ভাল।’
১৯৬৪ থেকে ১৯৮০ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৭৫টি টেস্ট খেলা চ্যাপেল এ-ও বলেছেন, ‘অশ্বিন আমাদের নাথান লায়নের থেকেও ভাল বোলার। লায়নের স্ট্রাইক রেট দেখলেই সেটা বোঝা যাবে। ডানহাতি ব্যাটসম্যানদের বোলিং করার ক্ষেত্রে অনসাইডে রান দেয় লায়ন। এটা মোটেই হওয়া উচিত নয়। তবে ও ভাল বোলার। কিন্তু অশ্বিন ওর থেকেও ভাল।’